Cag Report: ভোটের আগে কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনা বনাম দুর্নীতি, CAG রিপোর্ট নিয়ে তুঙ্গে তরজা | ABP Ananda LIVE
ABP Ananda
Updated at:
04 Feb 2024 08:13 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভোটের আগে কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনা বনাম দুর্নীতি। CAG রিপোর্ট নিয়ে তুঙ্গে তরজা। একদিকে 'কেন্দ্রীয় সরকার প্রায় ১২ লক্ষ কোটি টাকা ঋণ মকুব করলে রাজ্যকে কেন বকেয়া নয় তাই নিয়ে প্রশ্ন ডেরেকের পাশাপাশি বাম আমলের দায় কেন রাজ্য় নেবে প্রশ্ন করেছে কুণাল ঘোষ। এই ভোটের আগেই লাভলি মৈত্র বিস্ফোরক, দল থাকলেই রোজগার হবেই। এরই মধ্য়ে ধর্না মঞ্চ থেকে মোদিকে আক্রমণে কুরুচিকর মন্তব্য় মমতা বন্দোপাধ্য়ায়ের অভিযোগ অমিত মালব্য়ের। অন্য়দিকে নরেন্দ্রপুরে ইঞ্জিনিয়ারিং ছাত্রের দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা।