Tripur TMC: আগরতলায় পৌঁছনো প্রতিনিধিদলকে বাধা দেওয়া হচ্ছে, অভিযোগ তৃণমূলের
ABP Ananda LIVE: বাংলার আঁচে তপ্ত ত্রিপুরা, আগরতলায় তৃণমূলের প্রতিনিধিদল । আগরতলায় পৌঁছনো প্রতিনিধিদলকে বাধা দেওয়া হচ্ছে, অভিযোগ তৃণমূলের । ৪টি গাড়ি প্রতিনিধিদের নিয়ে যেতে এলেও, ৩টি গাড়িকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে' । পুলিশের সঙ্গে তৃণমূল প্রতিনিধিদলের তর্কাতর্কি । বিমানবন্দরের বাইরে যেতে বাধা দিচ্ছে পুলিশ, অভিযোগ তৃণমূল প্রতিনিধিদলের
'রাজ্যের একাধিক জায়গায় গুন্ডারাজ চলছে',রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর বললেন রাজ্যপাল
উত্তরবঙ্গ সফরের পর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ রাজ্যপালের। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিক বৈঠক সি ভি আনন্দ বোসের। 'রাজ্যের একাধিক জায়গায় গুন্ডারাজ চলছে। রাজ্যে ৩৫৬ ধারা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। মুখ্যমন্ত্রীর প্রতি আমার শ্রদ্ধা আছে, পেশাদার যোগাযোগ বন্ধ হয়নি। গ্রাউন্ড জিরোর পরিস্থিতি আমি জানি, সমস্ত রিপোর্ট পাঠানো হয়। মুখ্যমন্ত্রী বলেছেন, গুরুতর কিছু হয়নি। কিন্তু আমি জানি গুরুতর ঘটনা ঘটেছে। আমি এলাকায় গিয়ে কথা বলি, মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করি। দুর্যোগ নিয়ে বিস্তারিত আমি রিপোর্ট দিয়েছি। আমি নিশ্চিত, পশ্চিমবঙ্গে পুলিশ ঠিকমতো কাজ করছে না,' বললেন রাজ্যপাল।