Chhak Bhanga 6ta :জীবনকৃষ্ণের অ্যাকাউন্টে কোটি টাকার লেনদেন! জেল হেফাজতে তৃণমূল বিধায়ক
ABP Ananda LIVE : CBI-এর পর আরেক কেন্দ্রীয় এজেন্সি ED-র হাতে গ্রেফতার হয়েছেন মুর্শিদাবাদের জীবনকৃষ্ণ সাহা। নবম-দশমে নিয়োগ দুর্নীতি মামলায় ১২ তারিখ পর্যন্ত জেল হেফাজত হল তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার। ৬ দিনের হেফাজত শেষে শনিবার তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হয়। শনিবার আদালতে তোলার আগে বিধাননগর মহকুমা হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা হয় জীবনকৃষ্ণ সাহার। ED তাঁর বাড়িতে হানা দেওয়ার সময় ঝোপের মধ্যেই মোবাইল ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। শনিবার তাঁকে বিশেষ আদালতে তোলার পর ছেলেকে জড়িয়ে ধরে কান্না শুরু করেন বড়ঞার তৃণমূল বিধায়ক। এদিন আদালত কক্ষে একেবারে সামনের বেঞ্চেই বসেছিলেন জীবনকৃষ্ণ সাহার স্ত্রী টগর সাহা এবং তাঁর ছেলে। ছেলেকে দেখতে পেয়ে তার দিকে এগিয়ে যান তৃণমূল বিধায়ক। আদর করেন। তারপর কাঠগড়ায় উঠে দেওয়ালের দিকে ঘুরে হাউহাউ করে কেঁদে ফেলেন জীনকৃষ্ণ সাহা।
গত ২৫ তারিখ মুর্শিদাবাদের বড়ঞায় তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবারও তাঁর গ্রেফতারি ঘিরে দিনভর চলে নাটক। সেদিন প্রায় সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করে ED। ইডি সূত্রে দাবি, হেফাজতে থাকলেও, তদন্তে কোনও সহযোগিতা করেননি জীবনকৃষ্ণ সাহা। শুক্রবারই একটি ভাইরাল ভিডিও সামনে আসে। সেখানে একজনকে বারবার টাকা ফেরতের আর্জি জানাতে দেখা যায়। এদিন আদালতে তোলার সময় সেই বিষয়ে প্রশ্ন করা হয় জীবনকৃষ্ণ সাহাকে।