Chok Bhanga 6ta: রাত পোহালেই SIR-এ খসড়া ভোটার তালিকা, ইতিমধ্যে বাদ যাবে প্রায় ৫৯ লক্ষ ভোটারের নাম!
ABP Ananda | 15 Dec 2025 11:56 PM (IST)
ABP Ananda LIVE : রাত পোহালেই SIR-এ খসড়া ভোটার তালিকা। কাদের নাম থাকছে না ? কাদের নাম বাদ যাবে ? জানা যাবে আগামীকাল বেলা ১২টার আগেই। আজই SIR-এর খসড়া তালিকা হাতে পাবেন বুথ লেভেল অফিসাররা। জেলা শাসকের দফতর থেকে আজই BLO-দের কাছে খসড়া তালিকা।
মঙ্গলে SIR-এ খসড়া ভোটার তালিকা প্রকাশ, কীভাবে দেখবেন জেনে নিন ?
আগামীকাল বেলা ১২ টার মধ্যেই সমস্ত খসড়া তালিকা প্রকাশ হওয়ার কথা। সেক্ষেত্রে voter.eci.gov.in, ইসিআই নেট, বিএলও থেকে জানা যাবে। এবং বিএলও-রা বুথে থাকলে সেখান থেকে জানা যাবে। রাজনৈতিক দলরা সিইও দফতর থেকে সফট কপি পাবেন। এবং জেলা থেকে হার্ড কপি পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক, বিএলও অ্যাপে কিন্তু এখনই খসড়া তালিকা, কত তাঁদের ভোটার রয়েছে, কত বাদ যেতে চলেছে, সেই অ্যাপে কিন্তু এখনই দেখা যাচ্ছে।