WB News : হাইকোর্টে ফের অস্বস্তি বাড়ল SSC-র। হাওড়ার গুলিকাণ্ডে এখনও অধরা আততায়ী। Chok Bhanga 6ta
Chok Bhanga 6ta :সুপ্রিম কোর্টের নির্দেশে মাস দুয়েক আগে প্রকাশ করা হয়েছে 'দাগি' শিক্ষকদের নামের তালিকা। তার আগে 'দাগি' শিক্ষাকর্মীদের নামের তালিকাও প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। সেই সময় ৩ হাজার ৫১২জনের নামের তালিকা প্রকাশ করেছিল এসএসসি। যদিও মামলাকারীদের দাবি এটা পূর্ণাঙ্গ 'দাগি তালিকা নয়। এই মামলায় আজ গ্রুপ-C এবং গ্রুপ D-র 'দাগি'দের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার।
এদিন মামলাকারীদের হয়ে আইনজীবী ফিরদৌস শামিম বিচারপতি সিনহার এজলাসে দাবি করেন, এসএসই যে তালিকা আগে প্রকাশ করেছে তা সম্পূর্ণ তালিকা নয়। সেই তথ্যে গরমিলের অভিযোগ করেন তিনি। ৭২৯৩ জলের তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে, কোর্টের কাছে এই প্রার্থনা জানান হয় মামলাকারীদের তরফে।
এরপর বিচারপতি দুই পক্ষের সওয়াল-জবাব শুনে স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেন, র্যাঙ্ক জাম্প করা ব্যক্তি, প্যানেলের বাইরে থেকে চাকরি পাওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশ করুন। যাঁদের OMR মেলেনি, তাঁদেরও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ। নাম, রোল নম্বর, বাবার নাম এবং কোথায় কর্মরত ছিলেন, তার তথ্য দিয়ে তালিকা প্রকাশ করুন।' এর পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ রাখার জন্য নির্দেশ দেওয়া হল স্কুল সার্ভিস কমিশনকে।