Chok Bhanga 6ta : SIR আবহে ফের ভোটার তালিকায় গরমিল, মঙ্গলকোটে ৬ বছর বয়সে ২ ছেলের বাবা!
ABP Ananda LIVE : মঙ্গলকোটে ছয় বছর বয়সে ২ ছেলের বাবা! ৬৩ বছর বয়সি বাবার, ৫৯ ও ৫৮ বছরের ছেলে! মঙ্গলকোটে প্রকাশ্য়ে এল চাঞ্চল্য়কর তথ্য়। 'আমার বাবাকে নিজেদের বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন'। ভোটার তালিকায় নাম তুলেছে বাংলাদেশের নাগরিক সাগর মাঝি ও লক্ষ্মী মাঝি, অভিযোগে সরব সরোজ মাঝির আসল ছেলে অনুপ মাঝি। '২০০৬ সালে ভোটার তালিকায় নাম তুলে দিয়েছিল স্থানীয় সিপিএম নেতৃত্ব'। আমরা বাংলাদেশের নাগরিক, দাবি দুই অভিযুক্তের। যদিও অভিযোগ অস্বীকার করেছে সিপিএমের।
আরও খবর...
'খসড়া ভোটার তালিকায় বাদ পড়তে চলেছে প্রায় ৫৯ লক্ষের নাম', কাল SIR-এর খসড়া তালিকা প্রকাশের আগে দাবি BLO ঐক্যমঞ্চের
'খসড়া ভোটার তালিকায় বাদ পড়তে চলেছে প্রায় ৫৯ লক্ষের নাম', কাল SIR-এর খসড়া তালিকা প্রকাশের আগে দাবি BLO ঐক্যমঞ্চের। কালই সামনে আসতে চলেছে SIR-এর খসড়া ভোটার তালিকা। অ্যাপে দেখা যাচ্ছে খসড়া ভোটার তালিকা, দাবি BLO ঐক্যমঞ্চের। 'মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট, ভুয়ো ভোটার মিলিয়ে ৫৯ লক্ষ'। খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে দাবি BLO ঐক্যমঞ্চের।