Chok Bhanga 6ta : SIT গঠনের পরেই যুবভারতী ক্রীড়াঙ্গনে IPS পীযূষ পাণ্ডে
ABP Ananda LIVE : SIT গঠনের পরেই যুবভারতী ক্রীড়াঙ্গনে IPS পীযূষ পাণ্ডে।যুবভারতীকাণ্ডে ৪ IPS-এর নেতৃত্বে SIT গঠন করল রাজ্য সরকার , SIT-এ IPS পীযূষ পাণ্ডে, জাভেদ শামিম, সুপ্রতিম সরকার, মুরলিধর, যুবভারতী ক্রীড়াঙ্গনে বেনজির বিশৃঙ্খলা, শীর্ষ পুলিশ কর্তাদের শোকজ, কর্তব্যে গাফিলতির অভিযোগে একের পর এক পুলিশ কর্তাকে শোকজ, সাসপেন্ড বিধাননগরের DCP অনীশ সরকার, বিভাগীয় তদন্তের নির্দেশ।
আরও খবর...
যুবভারতীকাণ্ডে এবার কড়া বার্তা রাজ্যপালের
যুবভারতীকাণ্ডে এবার কড়া বার্তা রাজ্যপালের। মেসির অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বার্তা রাজ্যপালের। 'ভিভিআইপি ও ভিআইপিরা মেসির কাছে পৌঁছে যায়। রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও সুজিত বসুর নাম উঠে আসছে। ক্রীড়ামন্ত্রীর দায় স্বীকার করা উচিত। দায়িত্ব নিয়ে দুই মন্ত্রী পদত্যাগ করলে তদন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় হবে। তদন্ত প্রক্রিয়া যাতে স্বচ্ছ ও নির্বিঘ্নে এগোতে পারে সেই দিকে দেখতে হবে'