Chokh Bhanga Chota: খেজুরিতে ২ বিজেপি কর্মীর রহস্যমৃত্যু, ২ ময়নাতদন্তে ২ রকম রিপোর্ট !
Chokhj Bhanga Chota : খেজুরিতে ২ বিজেপি কর্মীর রহস্যমৃত্যু, ২ ময়নাতদন্তে ২ রকম রিপোর্ট!এই মামলা নিয়ে আমি খুব বিরক্ত, বললেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ'প্রথম ময়নাতদন্তের রিপোর্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর কথা'। 'দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে দেহে আঘাতের চিহ্ন'। '২ জায়গায় ময়নাতদন্তের রিপোর্টের মধ্যে পার্থক্য কীভাবে?'খেজুরির ২ বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর মামলায় প্রশ্ন বিচারপতির। 'অনেক দূরবর্তী জেলার ক্ষেত্রেই এরকম দেখা যাচ্ছে'। 'জেলার ফরেন্সিক আধিকারিকরা কি অভিজ্ঞ নন, নাকি স্থানীয়দের ওপর নির্ভরশীল? খেজুরিতে ২ বিজেপি কর্মীর রহস্যমৃত্যুতে প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের । 'তদন্তকারী সংস্থায় পরিবর্তন করতে হবে, নিযুক্ত করতে হবে উচ্চপদস্থ পুলিশ কর্তাদের'। 'আগে আপনারা বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে ধরে নিয়ে তদন্ত করছিলেন'। '...এখন তো খুনের ধারায় মামলা হবে, পুরো তদন্তের গতিপথ পরিবর্তন হয়ে গেছে'। 'ময়নাতদন্তকারী চিকিৎসক, তদন্তকারী আধিকারিকদের ভূমিকা এখন প্রশ্নের মুখে'। প্রয়োজনে পদক্ষেপ করতে হবে, বললেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ১২ জুলাই: খেজুরির জনকায় অনুষ্ঠানে সুজিত দাস, সুধীরচন্দ্র পাইকের মৃত্যু। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ বিজেপি কর্মীর মৃত্যু, দাবি পুলিশের। দুর্ঘটনা নয়, পিটিয়ে খুনের পাল্টা অভিযোগ বিজেপির।