Mamata Banerjee : তোষণের রাজনীতির অভিযোগে ফের মুখ্যমন্ত্রীর নিশানায় বিজেপি
ABP Ananda LIVE : মুখ্যমন্ত্রীর মার্কশিট বনাম বিরোধী দলনেতার চার্জশিট। মঙ্গলবার দুই রাজনৈতিক হেভিওয়েটের তাল ঠোকাঠুকিতে সরগরম বঙ্গ রাজনীতি, যাতে বারবার উঠে এল ধর্ম। পাশাপাশি দেখাব কেন ফের বেসুরো ভরতপুরের তৃণমূল বিধায়ক
আরও খবর....
ভোটার তালিকায় নিবিড় সংশোধন, অর্থাৎ SIR-এর কাজ একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। আর তাতে এখনও পর্যন্ত ৪৬ লক্ষ ২০ হাজার নাম 'বাদ' যেতে পারে বলে চিহ্নিত করা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, এর মধ্যে মৃত ভোটার হিসেবে ২২ লক্ষ ২৮ হাজারের নাম চিহ্নিত করা হয়েছে। নিখোঁজ হিসেবে চিহ্নিত হয়েছে ৬ লক্ষ ৪১ হাজার নাম। স্থানান্তরিত হয়েছেন, এমন ১৬ লক্ষ ২২ হাজার নাম চিহ্নিত করা হয়েছে। ডু্প্লিকেট ভোটার হিসেবে ১ লক্ষ ৫ হাজার নাম পেয়েছে কমিশন। (SIR in Bengal)
সাদা কাগজে সই করে দিতেই তৈরি হয়ে যায় আধার কার্ড। ছিল মেয়ের জন্মের নথি, ছেলের মাদ্রাসায় পড়ার প্রমাণপত্র। স্বরূপনগর সীমান্তে এবিপি আনন্দর ক্যামেরার সামনে চাঞ্চল্যকর দাবি করলেন এক অনুপ্রবেশকারী। তাঁর আরও দাবি, বাংলাদেশে ফেরার আগে, ভারতে বানানো সব নথি জমা দিতে হয়েছে স্থানীয় পঞ্চায়েত অফিসে। যদিও এমন ঘটনা জানা নেই বলে দাবি করেছেন, জ্যাংড়া-হাতিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রিতা গায়েন।