DYFI Brigade: বাম-যুবর ব্রিগেডে জনস্রোত, TMC-BJP -কে একসারিতে রেখে নিশানা মীনাক্ষী-সেলিমের
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজেলা থেকে কলকাতা, ব্রিগেডে মিশল সব পথ। শিক্ষা দুর্নীতি (Recruitment Scam), রেশন দুর্নীতির (Ration Scam) মধ্যেই ব্রিগেডে ডিওয়াইএফআইয়ের (DYFI) সমাবেশে জনজোয়ার। লোকসভা ভোটের (Parliament Election) আগে একযোগে তৃণমূল-বিজেপিকে আক্রমণ। মীনাক্ষী বন্দ্যোপাধ্যায়ের (Meenakshi Mukherjee) তোপ, 'যারা বলে বামপন্থীরা শূন্য, তারা শূন্যের মূল্য জানে না। আমাদের আক্ষেপ নেই, রাগ নেই, কিন্তু আশঙ্কা আছে। চোরেদের যদি প্রচারক বাহিনী হয়, ৫০দিন কাউকে মুখ দেখায়নি। কোন মূর্খরা বলে বামপন্থীরা শূন্য?' ব্রিগেডের সভা থেকে তোপ দেগেছেন মহম্মদ সেলিম (MD Selim)। তাঁর নিশানায় ডবল ইঞ্জিন সরকার। তিনি বলেন, 'কেন্দ্রে আর মণিপুরে ডবল ইঞ্জিন সরকার, কী হয়েছে। যাঁরা বলছে মমতাকে সরিয়ে ডবল ইঞ্জিন সরকারকে আনতে হবে। চৌকিদার নিজেই চোর হলে আর চোর ধরবে কে। বিচারপতি বলছেন, ভাইপোর কোম্পানির সম্পত্তির ২০১৩-র পর বেড়েছে। বিজেপি দিল্লিতে আসার পর তৃণমূলের বুকের পাটা বেড়েছে।'