Nepal Protest: ধ্বংসস্তূপ সংসদ ভবন, ঐতিহাসিক সিংহ দরবার, সর্বত্র নৈরাজ্যের ছবি নেপালে
ABP Ananda LIVE: ধ্বংসস্তূপ সংসদ ভবন, ঐতিহাসিক সিংহ দরবার, সর্বত্র নৈরাজ্যের ছবি নেপালে। নেপাল জুড়ে অশান্তি, দিকে দিকে জেল ভাঙার চেষ্টা। দিল্লি বাজার জেল ভাঙার চেষ্টা কয়েদিদের। রাতে জলেশ্বরে জেল ভেঙে উধাও ৯০০ কয়েদি। নৌবাস্তার বাঁকে জেলখানায় সংঘর্ষ থামাতে পুলিশের গুলি। ৫ বন্দির মৃত্যু, আহত আরও বেশ কয়েকজন বন্দি। সংঘর্ষের মধ্যেই জেল থেকে পলাতক ২০০-র বেশি বন্দি। ১৪৯ জন সাজাপ্রাপ্ত আসামি ও ৭৬ জন বিচারাধীন বন্দি উধাও।
গান্ধী মূর্তির পাদদেশে প্রাক্তন সেনাকর্মীদের অবস্থানে হাইকোর্টের অনুমতি
গান্ধী মূর্তির পাদদেশে প্রাক্তন সেনাকর্মীদের অবস্থানে হাইকোর্টের অনুমতি। সেনা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে প্রাক্তন সেনাকর্মীদের অবস্থান। কাল বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২২৫জনকে নিয়ে অবস্থানে সম্মতি। 'অবস্থান-বিক্ষোভে থাকতে পারবেন না কোনও বিজেপি নেতা'। 'অবস্থান-বিক্ষোভে যোগ দিতে পারবেন শুধুমাত্র প্রাক্তন সেনাকর্মীরাই'। একটি লাউড স্পিকার, হ্যান্ড মাইক নিয়ে অবস্থান-বিক্ষোভে অনুমতি। প্রাক্তন সেনাকর্মীদের বিকল্প জায়গায় অবস্থানের প্রস্তাব রাজ্য সরকারের। রাজ্য সরকারের প্রস্তাবের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ সেনাকর্মীদের সংগঠন।