Panchayat Election 2023: জ্যাংড়া হাতিয়াড়া ২নং পঞ্চায়েতে ভোট 'বয়কট', তাও ৯৫% ভোট!
ABP Ananda
Updated at:
18 Jul 2023 09:28 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপঞ্চায়েতে ভোট 'বয়কটের' বুথে ভোট পড়ল ৯৫% ! ডিজি, আইজিকে অনুসন্ধান করতে নির্দেশ হাইকোর্টের। অনুসন্ধান করে ৩ অগাস্টের মধ্যে ডিজি, আইজিকে রিপোর্ট দিতে নির্দেশ।
রাজারহাট বিডিও-র রিপোর্টও তলব হাইকোর্টের । জ্যাংড়া হাতিয়াড়া ২নং পঞ্চায়েতে ভোট 'বয়কট', তাও ৯৫% ভোট! মানুষ ভোট দিতেই গেল না, কীভাবে ভোট ৯৫%! বিস্মিত বিচারপতি অমৃতা সিন্হা । ভোট বয়কট নয়, ভোট দিতেই দেওয়া হয়নি, দাবি মামলাকারীর। ভোট দিতেই দেওয়া হয়নি, কীভাবে পড়ল ৯৫ শতাংশ ভোট?