RG Kar News: কোর্টে পেশের সময় গাড়ি বাজাল পুলিশ, বাজাল হর্ন, সঞ্জয়ের মুখ বন্ধের চেষ্টা ? | ABP Ananda LIVE
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda Live : আর জি কর কাণ্ডে ধৃত অভিযুক্ত সঞ্জয়কে নিয়ে অতি সতর্ক পুলিশ। সঞ্জয়কে শিয়ালদা আদালতে আনার সময় মোতায়েন প্রচুর সংখ্যক পুলিশ। জানলাবন্ধ গাড়ি ছাড়াও, কোর্ট লক আপে তোলার সময় গাড়ি বাজাল পুলিশ। একইসঙ্গে চড়া স্বরে বাজানো হল গাড়ির হর্ন। গাড়ির কালো কাচের জানলার সামনেও দাঁড়িয়ে ৫ থেকে ৬ জন পুলিশকর্মী।
আরও খবর...
'আমি এই মুহূর্তে ডেপুটি সিএম এবং পুলিশমন্ত্রী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দেখতে চাই।' ফের অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের হয়ে ব্যাট ধরলেন হুমায়ুন কবীর। এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সওয়াল করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। তাঁর পাশাপাশি অভিষেকের নেতৃত্বের পক্ষে জোরালো সওয়াল করেছিলেন সৌগত রায়, কুণাল ঘোষেরা।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কে কোন পদে দেখতে চান, তা নিয়ে সাম্প্রতিককালে তৃণমূলের একাধিক নেতা বিভিন্ন ইচ্ছাপ্রকাশ করেছেন। কেউ অবিলম্বে প্রশাসনে অর্থাৎ মন্ত্রিসভায় দেখতে চান তাঁকে, কেউ আবার কোন সালে অভিষেককে মুখ্য়মন্ত্রী দেখতে চান, তাও জানিয়েছেন। এক ধাপ এগিয়ে এর আগেই মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীর তাঁকে উপ-মুখ্যমন্ত্রী পদে দেখতে চান বলে জানিয়েছিলেন ! একই স্বরে এবারও সেই দাবি তুললেন।