Jukti Takko: 'একটি ইসলামিক সমাজে সংখ্যালঘুদের এটাই প্রাপ্য', মন্তব্য মোহিত রায়ের

Continues below advertisement

ABP Ananda Live: 'আর কোনও সন্ধ্যায় মনে হয় শুভ নয় কারণ আপনারা দেখবেন টিভির চ্যানেল গুলো ঘুরিয়ে যে ওপারে হিন্দু কাঁদছে। এইসবে কাঁদছে বিষয়টা এমন না গত ৭৫ বছর ধরেই কাঁদছে। আমরা যারা বেশ কিছুদিন ধরে লেখালিখি করি আমরা এই বিষয়টি নিয়ে খুবই নিন্দিত বেশ সমালোচিত। একজন আইনজীবীকে বিচারকের সামনে তাঁকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমি বিষয়টি নিয়ে বিচলিত নয় কারণ একটা ইসলামিক সমাজে হিন্দুদের এটাই প্রাপ্য।' মন্তব্য মোহিত রায়ের ।  

আরও খবর, 'আজ, ভারতের আত্মত্যাগে জন্ম নেওয়া সেই দেশ, উল্টে ভারতকেই চোখ রাঙাচ্ছে। আর সত্যিই বোঝা দুষ্কর, কোন্ মহান কূটনৈতিক স্বার্থে, আমাদের দেড়শো কোটির দেশ, দিনের পর দিন, ভারতের পতাকা পদদলিত করার ঔদ্ধত্য সহ্য করে যাচ্ছে। আর মাঝখান থেকে, ওদেশের অসহায় সংখ্যালঘু হিন্দুরা,চূড়ান্ত নিরাপত্তাহীনতায় দিনযাপন করতে বাধ্য হচ্ছেন।' মন্তব্য মোহিত রায়ের ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram