Chok Bhanga Chota | অর্থই অনর্থের মূল!নেপথ্যে কি সিন্ডিকেট-বিবাদ? কবে বন্ধ হবে এই রক্তক্ষয়ী রাজনীতি?
অর্থই অনর্থের মূল!নেপথ্যে কি সিন্ডিকেট-বিবাদ?দুষ্কৃতীরা এতো সাহস কোথা থেকে পাচ্ছে? হাওড়ার বালিতে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায়,উঠে একের পর এক প্রশ্ন।মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও মালদায় অবাধে দুষ্কৃতীরাজ। কালিয়াচকে খুন তৃণমূলকর্মী।একের পর এক তৃণমূল নেতা খুন বা খুনের চেষ্টা।কবে বন্ধ হবে এই রক্তক্ষয়ী রাজনীতি?
সিন্ডিকেট বিবাদের জেরেই কি বালির সাঁপুইপাড়া বসুকাঠির তৃণমূলের পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডলকে গুলি? সূত্রের খবর, এই ঘটনায় সামনে এসেছে বাসু চৌধুরী নামে এক প্রমোটারের নাম। তৃণমূলের পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডলের ইমারত সামগ্রীর ব্য়বসা ছিল। এ নিয়েই বাসু চৌধুরীর সঙ্গে দীর্ঘদিনের বিবাদ। এর আগেও ২০১২ সালে তৃণমূল নেতা দেবব্রত মণ্ডলকে মারধরের ঘটনায় নাম জড়ায় বাসু চৌধুরীর। গ্রেফতারও হয় সে। এই ঘটনাতেও ফের সামনে এসেছে তারই নাম। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। তাঁর সন্ধানে তল্লাশি জারি রেখেছে পুলিশ।