Bengal Politics: ভিআইপিদের যাতায়াতে বিমান ভাড়া করবে রাজ্য সরকার, সরকারি খরচে লোকসভা ভোটের প্রচারই কি উদ্দেশ্য? ট্যুইট শুভেন্দুর
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবার ভিআইপিদের যাতায়াতে বিমান ভাড়া করবে রাজ্য সরকার। ৮-১০ আসন বিশিষ্ট বিমান ভাড়া নেওয়ার জন্য টেন্ডার ডাকা হয়েছে। ইতিমধ্যেই একটি হেলিকপ্টার ভাড়া করে রেখেছে রাজ্য সরকার। বিমানের ভিতরে সব ধরনের ভিআইপি ব্যবস্থা থাকতে হবে। রাজ্য থেকে দেশের যে কোনও বিমান বন্দরে যাতায়াতে সক্ষম হতে হবে সেই বিমান। এই বিষয়ে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ট্যুইটারে তিনি লিখেছেন, "সাধারণ মানুষ যখন ভুয়ো টিকা নিয়ে সন্ত্রস্ত তখন (স্বঘোষিত) প্রধানমন্ত্রীর জন্য পুষ্পক রথ! এবার হেলিকপ্টারের বদলে ১০ আসনের বিলাসবহুল বিমান নেবে রাজ্য।" কটাক্ষ করেছেন রাজ্য বিজেপির (BJP) সভাপতি দিলীপ ঘোষও (Dilip Ghosh)। পাল্টা ট্যুইট করে জবাব দিয়েছেন কুণাল ঘোষও (Kunal Ghosh)। তিনি লেখেন, ‘শুভেন্দু অধিকারী তৃণমূল মন্ত্রী থাকার সময় রাজ্য সরকারের হেলিকপ্টারে চড়ে যাত্রা করেছেন। তিনি এখন বিমান ভাড়া নিয়ে চেঁচামেচি করছেন।’