এক ডজন গল্প: সমস্ত পেট্রোল পাম্প থেকে Narendra Modi-র ছবি সরানোর নির্দেশ নির্বাচন কমিশনের
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসমস্ত পেট্রোল পাম্প থেকে নরেন্দ্র মোদি (Narendra Modi) ছবি সরাতে নির্দেশ। ৭২ ঘণ্টার মধ্যে মোদির ছবি সরানোর নির্দেশ দিয়েছে কমিশন। আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠায় পদক্ষেপ। করোনা ভ্যাকসিনের সংশাপত্র বা পেট্রোল পাম্পে রান্নার গ্য়াসে বিজ্ঞাপনে প্রধানমন্ত্রীর ছবি। এই নিয়ে তীব্র আপত্তি তৃণমূল কংগ্রেসের। তাদের অভিযোগ, ভোট ঘোষণার পরে মোদির ছবি ব্যবহারে লঙ্ঘিত হয়েছে আদর্শ আচরণবিধি। এই নিয়ে নির্বাচন কমিশনেও নালিশ জানিয়েছে তৃণমূল। বিজেপি অবশ্য এই অভিযোগকে গুরুত্ব দিচ্ছে না। নজরে বাংলার মসনদ। সেই লক্ষ্যেই আগামী ৭ মার্চ বিগ্রেডে সভা করবেন প্রধানমন্ত্রী। সেদিনই শিলিগুড়িতে তৃণমূল নেত্রীর পদযাত্রা। সূত্রের দাবি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতীরক্ষামন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডাকে (J P Nadda) অন্তত ১৬০টি সভা করানোর পরিকল্পনা করেছে বিজেপি। তৃণমূলের দাবি, এসব করে লাভ হবে না।