এক ডজন গল্প: কোকেনকাণ্ডে তদন্তের দায়িত্ব নিল লালবাজার, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামল তৃণমূল
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমাদককাণ্ডের তদন্তে লালবাজারের গোয়ন্দারা, নিউ আলিপুর থানা থেকে তদন্তের দায়িত্ব নিল লালবাজারের নারকোটিক সেল। শুক্রবার কোকেন সহ যুব বিজেপি নেত্রী পামেলা গোস্বামীকে গ্রেফতার করেছিল নিউ আলিপুর থানা। এর পর থেকেই তদন্তের কাজ করছিলেন থানার অফিসাররা। সোমবার নিউ আলিপুর থানায় এসে তদন্ত ভার বুঝে নেন নেয় লালবাজারের গোয়েন্দারা। ভোটের মুখে বাঙালি আবেগ, সত্যজিৎ রায়ের (Satyajit Ray Prize) নামে চলচ্চিত্র পুরস্কার ঘোষণা কেন্দ্রের। সোমবার দক্ষিণ কলকাতার এক পাঁচতারা হোটেলে টলি তারকাদের সঙ্গে বৈঠকে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। সোমবার চুঁচুড়ার ডানলপ ময়দানে জনসভার যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি বলেন, 'পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বাংলা।' আর এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছে তৃণমূল। অন্যদিকে নরেন্দ্র মোদিকে ভণ্ড সন্ন্যাসী বলে কটাক্ষ অনুব্রত মণ্ডলের। প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের দিনই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে কেন্দ্রকে নিশানা করে পথে নামল তৃণমূল।