এক ডজন গল্প: ৭ মার্চ ব্রিগেডে নির্বাচনী সভা করবেন নরেন্দ্র মোদি
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৭ মার্চ ব্রিগেডে নির্বাচনী সভা করবেন নরেন্দ্র মোদি। ৭ মার্চের আগেই রাজ্যের পাঁচটি রথযাত্রা শেষ করতে হবে বিজেপি কর্মীদের। রথযাত্রায় অংশগ্রহণকারীদের স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী। ৬ ফেব্রুয়ারি রাজ্যে প্রথম রথযাত্রার সূচনা করেছিলেন বিজেপি কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা। বৃহস্পতিবার পঞ্চম রথযাত্রার সূচনা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শেষ রথযাত্রা শুরু পরেই রথযাত্রা শেষের নির্ঘন্ট ঠিক করে ফেলল বিজেপি। রাজ্যের প্রতিটি জোনে ব্রিগেড সমাবেশকে সফল করে তোলার জন্য বিশেষ নির্দেশ পাঠাচ্ছে বিজেপি নেতৃত্ব। দুটি কেন্দ্র নয়, দলের সক্ষমতা প্রমান করতে শুধু নন্দীগ্রাম থেকে লড়া উচিত মমতা বন্দ্যোপাধ্যেয়ের। এবিপি নিউজের শিখর সম্মেলনে বললেন অমিত শাহ। বিজেপিতে যারা এসেছেন তাঁদের কারও বিরুদ্ধেই মামলা প্রত্যেহার হয়নি। তৃণমূলের ওয়াশিং মেশিন কটাক্ষের জবাব দিলেন অমিত। আজ নামখানার জনসভায় অমিত শাহ বলেন, "রাজ্যের কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের সুবিধা পান না। ক্ষমতায় এলে সপ্তম বেতন কমিশনের সুবিধা পাবেন কর্মচারীরা।" এবার বিজেপিতে যোগ দিলেন অভিনেতা ও যুব তৃণমূলের প্রাক্তন সহ সভাপতি হিরণ চট্টোপাধ্যায়। আজ নামখানার সভায় অমিত শাহের উপস্থিতিতে হিরণের হাতে গেরুয়া পতাকা তুলে দেন দিলীপ ঘোষ।