এক ডজন গল্প: ভোট প্রাপ্তিতে দ্বিতীয় স্থানে বামেরা, 'ফিনিক্স পাখির' মতো উথ্থানে তিনে নামল বিজেপি। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভোট প্রাপ্তির নিরিখে কলকাতা পুরসভায় দুনম্বরে উঠে এসেছে বামেরা। তিনে বিজেপি। ধর্মনিরপেক্ষতার প্রশ্নে এই ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করেছে তৃণমূল সাংসদ সৌগত রায়। তবে তাঁর দাবি, বিজেপিতে ভোট ট্রান্সফার করার দাবি ভুল ছিল সিপিএমের। তৃণমূলই তো বামেদের রক্ষা করছে, পাল্টা সুর চড়িয়েছে বিজেপি।
কলকাতা পুরভোটে জয়ের পর নেতাজিনগরে বামেদের অফিস দখলের চেষ্টার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কাজটা ভাল হচ্ছে না, মন্তব্য তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্য়ায়ের।
কলকাতা পুরভোটের ফল প্রকাশের পরদিনই দিল্লিতে রাজ্যপাল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাত্ করলেন জগদীপ ধনকড়। কী কারণে সাক্ষাৎ? তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে রাজ্যপালকে নিশানা করেছে তৃণমূল। রাজ্যপালের পাশে দাঁড়িয়ে পাল্টা সুর চড়িয়েছে বিজেপি।
রাজ্যে আরও ২ ওমিক্রন আক্রান্তের হদিশ। রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ৩। একজন ভর্তি ঢাকুরিয়ার আমরিতে, অন্যজন ভর্তি ফর্টিসে। ১ জন এসেছিলেন লন্ডন থেকে, অন্যজন এসেছেন নাইজেরিয়া থেকে। লন্ডন ফেরত তরুণ আলিপুরের বাসিন্দা, ভর্তি আমরিতে।
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৫৩৪ জন, মৃত ৮ জন। দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা। একদিনে আক্রান্ত ২০৬ জন, মৃত ৩। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ৭৩ জন, মৃত ৩ জন।
২০১৪ সালের টেট পরীক্ষায় প্রশ্ন ভুল ছিল। তার প্রেক্ষিতেই হাইকোর্ট পরীক্ষার্থীদের নম্বর দেওয়ার নির্দেশ দেয়। টেট মামলায় ত্রুটি স্বীকার প্রাথমিক শিক্ষা পর্ষদের। প্রশ্ন ভুল মামলায় পুনর্মূল্যায়নের ত্রুটি স্বীকার। নম্বর দেওয়া ও প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে কিছু ত্রুটি থেকে গিয়েছে। হাইকোর্টে স্বীকার করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০ ডিসেম্বর ইন্টারভিউয়ের জন্য় ৭৩৮ জনের তালিকা প্রকাশ করে পর্ষদ। সেটাকেই চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় হাইকোর্টে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে টাকা নিয়ে ভর্তির চেষ্টার অভিযোগ। গ্রেফতার ২। জেরায় উঠে এল ২ জন যাদবপুরের পড়ুয়ার নাম। যাদবপুরে ই়্ঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির জন্য় চলছিল কাউন্সেলিং। ৪৩৭ পদে ভর্তির জন্য় চলছিল কাউন্সেলিং। টাকার বিনিময়ে ভর্তির জন্য় কথোপকথন ২ বহিরাগতর। পড়ুয়াদের নজরে আসায় জানানো হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।