এক ডজন গল্প: জিতেন্দ্রর পর এবার কালনার বিধায়ক? 'তৃণমূলেই আছি', সৌগতকে ফোনে দাবি বিশ্বজিৎ কুণ্ডুর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Dec 2020 12:39 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
এক ডজন গল্প: তৃণমূলেই আছি। কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, মিটে গেছে। দল ছাড়ার কথা বলা ভুল হয়েছিল। মমতার কাছে গিয়ে ক্ষমা চাইব। বিজেপিতে যাব কখন বলিনি। তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর ভোলবদল জিতেন্দ্র তিওয়ারির। আগামিকাল মেদিনীপুরে অমিত শাহের সভা। সেই মঞ্চেই শুভেন্দু-সহ তৃণমূলত্যাগী একাধিক নেতার বিজেপিতে যোগদানের জল্পনা। মেদিনীপুরে সভার আগে দুটি মন্দিরে যাবেন অমিত শাহ। পড়ে বালিঝুরিতে কৃষক পরিবারে সারবেন মধ্যহ্নভোজ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সফরের আগে চূড়ান্ত নিরাপত্তা মেদিনীপুরে। জিতেন্দ্র তিওয়ারির পর কি এবার বিশ্বজিৎ কুণ্ডু? কালনার বিধায়কের ফোনে তৃণমূল সাংসদ সৌগত রায়কে। তৃণমূলেই আছি, তৃণমূলেই থাকব। দলকে জানিয়েছেন বিশ্বজিৎ কুণ্ডু। এমনটা দাবি তৃণমূলের।