এক ডজন গল্প: রাজ্য বিজেপির রথযাত্রার সূচনায় নাড্ডা-শাহ! অনুমতি নিয়ে দোলাচল, কটাক্ষ কুণালের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Feb 2021 11:52 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
বিধানসভা ভোটের আগে প্রচারে ঝড় তুলতে রাজ্যজুড়ে রথযাত্রার দিদ্ধান্ত বিজেপির। শনিবার নবদ্বীপে জেপি নাড্ডার হাতে হবে রথযাত্রার সূচনা। আগামী সোমবার কোচবিহারে রথযাত্রার সূচনা করবেন অমিত শাহ। রাজ্য জুড়ে পাঁচটি রথযাত্রার অনুমতি চেয়ে মুখ্যসচিবকে চিঠি দিল বিজেপি। রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্র পরিভ্রমণ করবে এই রথ। যদিও তৃণমূলের দাবি, 'এই জাতীয় রথযাত্রা সমাজ ও রাজ্যের পক্ষে বিভেদজনক এবং উদ্বেগজনক।'