এক ডজন গল্প: বনগাঁ, গোবরডাঙার পর এবার কল্যাণীতে 'বিক্ষুব্ধ' বিজেপি নেতাদের পিকনিক | Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Jan 2022 12:01 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসল্টলেকের (Saltlake) বিএ ব্লকের গেস্ট হাউসে ‘বিস্ফোরণ’। ঘটনায় আহত ১। দরজা ভেঙে শৌচালয় থেকে ঝলসে যাওয়া অবস্থায় একজন মহিলাকে উদ্ধার করা হয়েছে। চারতলার ঘরের মধ্যে বিকট আওয়াজ, দরজা ভেঙে উদ্ধার। আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হল এনআরএস হাসপাতালে।
বেলঘরিয়ায় (Belgharia) সাইডিংয়ে দাঁড়িয়ে থাকা ট্রেনের ছাদে উঠে ‘ভিডিও শ্যুট’। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত এক। ‘ভিডিও শ্যুট করার সময় অসতর্কতায় বিদ্যুতের তারে হাত’, ঘটনাস্থলেই মৃত্যু একজনের, দাবি স্থানীয়দের। দেহ উদ্ধার করেছে রেল পুলিশ, মেলেনি পরিচয়।
বনগাঁ, গোবরডাঙার পর এবার কল্যাণীতে পিকনিক শান্তুনুদের (Shantanu Thakur)। বিজেপির অফিসের পাশেই পিকনিক দলের বিক্ষুব্ধ গোষ্ঠীর। পিকনিকে শান্তনু ঠাকুর ছাড়াও ছিলেন বিধায়ক সুব্রত ঠাকুর।