Ek Dozen golpo: ভোট পরবর্তী সন্ত্রাস-মামলাতেও হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগরুপাচারকাণ্ডের পর আজ ভোট পরবর্তী সন্ত্রাস-মামলার তদন্তে অনুব্রত মণ্ডলকে তলব করেছে সিবিআই। আজ দুপুর আড়াইটেয় সিজিও কমপ্লেক্সে ডাকা হলেও, অনুব্রতর আইনজীবী জানিয়েছেন, গতকালের থেকেও আজ বেশি অসুস্থ অনুব্রত মণ্ডল। তাই আজও অনুব্রত মণ্ডল যেতে পারছেন না। বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই, জানিয়েছেন তাঁর আইনজীবী।
দিল্লির পর উত্তরপ্রদেশে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। যোগী-রাজ্যে এক শিশু-সহ একই পরিবারের ৫ জনকে নৃশংস খুন। ঘটনাস্থল সরেজমিনে খতিয়ে দেখতে প্রয়াগরাজে গেল তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। হিংসার এলাকা পরিদর্শন করে যোগী সরকারকে একহাত নিয়ে ফ্যাক্টফাইন্ডিং টিমের সদস্যা সাংসদ দোলা সেন। 'উত্তরপ্রদেশে আইনশৃঙ্খলা নেই। কেন এখনও সিবিআই তদন্ত হচ্ছে না? মুখ্যমন্ত্রীর তো একবার এখানে আসা উচিত ছিল। মোদী-যোগী জুমলাবাজি করে। ২০২১ এ বাংলার মানুষ বিজেপিকে শিক্ষা দিয়েছে। ২০২৪-এ দেশের জনতার থেকে এর ফল পাবে বিজেপি।' প্রতিক্রিয়া দোলা সেনের।
হরিদেবপুরে অটো থেকে বোমা-অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। ২২ এপ্রিল রাতে প্রথমে অটোটি দেখে যান দুই ব্যক্তি। এরপর তারাই খবর দেয় তৃণমূল সাংসদের বাড়ির সামনের পুলিশের টহলদারি ভ্যানে। ওই ২ ব্যক্তির সঙ্গে এসে অটোটি দেখে যায় টহলদারি ভ্যানের পুলিশ। টহলদারি ভ্যানের পুলিশ খবর দেয় হরিদেবপুর থানায়। হরিদেবপুর থানার পুলিশ এসে অটো থেকে অস্ত্র-বোমা উদ্ধার করে। তৃণমূল সাংসদ শুভাশিস চক্রবর্তীর বাড়ির ৫০ মিটারের মধ্যেই ছিল অটো ভর্তি অস্ত্র-বোমা। রাতে বোমা-অস্ত্র বোঝাই অটোর কাছে গেছিলেন সাংসদ শুভাশিস চক্রবর্তী। দেখা গেল সিসি ক্যামেরার ফুটেজে