এক ডজন গল্প: দল থেকে সাময়িক বরখাস্ত হয়ে বিস্ফোরক BJP নেতা জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তিওয়ারি, তুঙ্গে তরজা | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবেপরোয়া গাড়িতে লাগাম টানতে জরিমানা (Fine) বাড়াল রাজ্য। ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে ৫ হাজার টাকা জরিমানা। বেশি গতিতে গাড়ি চালালে ১ হাজার টাকা জরিমানা। বেপরোয়া গতিতে গাড়ি চালালে ৫ হাজার টাকা জরিমানা। সিট বেল্ট না পরলে ১ হাজার টাকা জরিমানা। হেলমেট না পরলে ১ হাজার টাকা জরিমানা। সাইলেন্স জোনে হর্ন বাজালে ১ হাজার টাকা জরিমানা। নম্বর ছাড়া গাড়ি চালালে ৫ হাজার টাকা জরিমানা। বৈধ পারমিট ছাড়া গাড়ি চালালে ১০ হাজার টাকা জরিমানা।
এপ্রসঙ্গে পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, "মানুষের নিরাপত্তাই আমাদের কাছে সবচেয়ে মূল্যবান। সেই কথা মাথায় রেখেই জরিমানা বাড়িয়েছি। তবে খুশি হব যদি আমাদের কোনও জরিমানা না নিতে হয়।"
বিজেপি থেকে সাময়িক বরখাস্ত হওয়ার পর দলের জেলা সভাপতির বদল নিয়ে সুর চড়ালেন জয়প্রকাশ মজুমদার। সুকান্ত মজুমদারকে রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া নিয়েও কার্যত কটাক্ষ করেছেন তিনি। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।
দল থেকে বরখাস্ত হওয়ার পরেই মমতাস্তুতি জয়প্রকাশের (Joyprakash Majumdar)। বললেন পছন্দ না হলেও এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) মনে করা হয় রাজনৈতিক কুশলী।
বাংলায় আইনের শাসন নেই। পশ্চিমবঙ্গের ভোটারদের স্বাধীনতা নেই। বিধানসভায় অম্বেদকরের মূর্তিতে মালা দিতে গিয়ে এভাবেই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল। রাজ্যপাল সংবিধানবিরোধী কাজ করছেন, পাল্টা সুর চড়িয়েছেন সৌগত রায়।
রেলের পরীক্ষায় দুর্নীতির অভিযোগে রণক্ষেত্র বিহারের (Bihar) আরা। প্যাসেঞ্জার ট্রেনে (Passenger Train) আগুন লাগিয়ে পরীক্ষার্থীদের বিক্ষোভ। আরা থানা লক্ষ্য করে ইটবৃষ্টি। নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। এদিন অনিয়মের অভিযোগে ৫ ঘণ্টা আরায় রেল অবরোধ করে চাকরিপ্রার্থীরা।