Ek Dozen Golpo: 'বন্ধ করতে হবে অফলাইন ক্লাস', কলকাতার বেসরকারি স্কুলকে কড়া নির্দেশিকা সরকারের
Download ABP Live App and Watch All Latest Videos
View In App‘কাল থেকেই সব বেসরকারি স্কুলকে বন্ধ করতে হবে অফলাইন ক্লাস’,কলকাতার বেসরকারি স্কুল কর্তৃপক্ষদের জানিয়ে দিল সরকার: সূত্র ।‘সরকারি নির্দেশিকার পরেও কেন বেসরকারি স্কুল খোলা?’রাজ্য সরকারের প্রশ্নের মুখে বেসরকারি স্কুল কর্তৃপক্ষ: সূত্র ।সরকারি সিদ্ধান্ত মেনে কাল থেকেই অনলাইনে যাচ্ছে সাউথ পয়েন্ট। কী করবে কলকাতার বাকি বেসরকারি স্কুল? এখনও ধোঁয়াশা।
তৃণমূলের নতুন শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান হলেন সুব্রত বক্সি। পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান হলেন সুব্রত বক্সি।‘না জানিয়ে শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক করা যাবে না’রাজ্য কমিটির বৈঠকে জানিয়ে দিলেন তৃণমূলনেত্রী: সূত্র। ‘সরকারি নিয়ম মেনে লাল বাতি-নীলবাতি ব্যবহার করতে হবে’লাল বাতি-নীল বাতির ব্যবহার নিয়ে কড়া নির্দেশ মমতার: সূত্র।
হায়দরাবাদে সম্মান রক্ষার্থে খুনের অভিযোগ। সদ্য বিবাহিত দম্পতির ওপর রড নিয়ে হামলা। স্ত্রীকে বাইকে নিয়ে যাওয়ার সময় স্বামীর ওপর হামলা। হায়দরাবাদের মোমিনপেটে হামলা, ঘটনাস্থলেই মৃত্যুর হয় স্বামীর। ভিন্ন ধর্মে বিয়ে করায় হামলার অভিযোগ।