এক ডজন গল্প: আমতাকাণ্ডে মুখ্যমন্ত্রীর নিরপেক্ষ তদন্তের দাবি নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআমতা-কাণ্ডে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) দাবি করছেন, নিরপেক্ষ তদন্ত হচ্ছে। কিন্তু পাল্টা বিরোধীদের দাবি, যেখানে খোদ পুলিশই হত্যাকাণ্ডে জড়িত, সেখানে তাদের নিয়ে নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়।
যাদবপুর থেকে রামপুরহাট, মালদা থেকে উত্তর ২৪ পরগনা - ছাত্রনেতা আনিস খান (Anish Khan) হত্যাকাণ্ডের প্রতিবাদ চলছে দিকে দিকে। আজ দক্ষিণ কলকাতায় মশাল মিছিল করেন যাদবপুর, আলিয়া ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। নিউটাউনে থানায় বিক্ষোভ, রাস্তা অবরোধ করেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। পার্ক সার্কাসে এসএফআইয়ের (SFI) মিছিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি!
আনন্দপুর থানা এলাকায় আর্বানার পাশের ভেড়ির দু’পাড়ে গজিয়ে উঠেছে খাটাল। অভিযোগ, খাটালের বর্জ্য ফেলে আস্তে আস্তে বুজিয়ে ফেলা হচ্ছে ভেড়ি। শহরে খাটাল রাখা বেআইনি। তা সত্ত্বেও কেন চলছে খাটাল, প্রশ্ন তুলেছেন স্থানীয় কাউন্সিলর। কলকাতার মেয়রের (Firhad Hakim) আশ্বাস, ব্যবস্থা নেওয়া হবে।