Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Ek Dozen Golpo: বিশ্বভারতীর পাঠভবনে দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃত্যু ঘিরে বিক্ষোভ।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিশ্বভারতীর পাঠভবনে দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃত্যু ঘিরে বিক্ষোভ। উপাচার্যের বাড়ির সামনে বিক্ষোভ পরিবারের। উপাচার্যের বাড়িতে ঢোকার চেষ্টা বিক্ষোভকারী পড়ুয়াদের একাংশের। প্রথমে গেট ভেঙে দেয় বিক্ষোভকারী পড়ুয়াদের একাংশ। পরে ছাত্রের মৃতদেহ নিয়ে শান্তিনিকেতনে ফিরে যায়। ছাত্রের মৃত্যুতে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু পুলিশের।
ছাত্রমৃত্যু ঘিরে উত্তাল বিশ্বভারতী। গেটের তালা ভেঙে উপাচার্যর বাড়িতে ঢোকার চেষ্টা আন্দোলনকারীদের। ‘দয়া করে নিরাপত্তা দিন, আমার জীবন ঝুঁকির মধ্যে আছে’। ‘পুলিশ নিরাপত্তা না দিলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে’। বিশ্বভারতীর উপাচার্যর বার্তা মুখ্যসচিবের কাছে পাঠানো হয়েছে, ট্যুইট ধনকড়ের। ‘জানতে পেরেই ডিজিপি, জেলাশাসক, পুলিশ সুপারকে সতর্ক করা হয়েছে’। ‘আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি, জানিয়েছেন মুখ্যসচিব’। ট্যুইট করে জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়
জল অপচয় রুখতে কড়া পদক্ষেপ কলকাতা পুরসভার। ‘যে সমস্ত বাড়ির আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থেকে জল অপচয় হয় সেখানে অবিলম্বে স্টপ কক লাগাতে হবে। না হলে জলের লাইন কেটে দেবে পুরসভা। কলকাতার রাস্তার ধারে ভেঙে যাওয়া ট্যাপকলগুলিতে লাগানো হবে নতুন কল। যদি তিনবার কল চুরি বা ভেঙে দেওয়া হয় তাহলে সেখানে জলের সংযোগই বন্ধ করে দেবে পুরসভা। জানালেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।