Ek Dozen Golpo: 'যেখানে ঝড় উঠেছে সেখানেই নিয়ে চলো নৌকা’, নতুন ইন্ধন অর্জুনের ট্যুইটে।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহর দু’লাইনের একটি ছোট্ট শায়েরি।যেখানে তিনি লিখেছেন, শুনেছি, সমুদ্র আজ নিজেকে নিয়ে গর্বিত। যেখানে ঝড় উঠেছে সেখানেই নিয়ে চলো নৌকা। সাগর বলতে কী বুঝিয়েছেন? ঝড় বলতেই বা কী বোঝাতে চাইছেন? অর্জুনের ট্যুইট করা এই সায়রী ঘিরেই জোর চর্চা চলছে। বিজেপি সাংসদের দলবদলের জল্পনার মধ্যেই নতুন ইন্ধন জুগিয়েছে এই সায়রী। এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক তাপস রায় জানিয়েছেন, অর্জুনকে দলে ফেরানো হবে কিনা, তা মমতা বন্দ্যোপাধ্যায়ই ঠিক করবেন। তবে অর্জুন ফিরে এলে যেন আর দল বদল না করে। অন্যদিকে, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, অর্জুন সিংহ দলে আসায় লাভটাই বা কী হয়েছে?
দুর্নীতি ইস্যুতে বিস্ফোরক স্বীকারোক্তি মন্ত্রী চন্দ্রনাথ সিন্হা। তিনি বলেন, "দু-একজন নেতার পদস্খলন হয়েছে। দু-একজন নেতা চুরি করেছেনয সঙ্গে সঙ্গে পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী। দুর্নীতি করলে গ্রেফতার করা হয়েছে।''
মূল্যবৃদ্ধির আগুনের মধ্যেই অবশেষে দাম কমছে পেট্রোল-ডিজেলের। পেট্রোল-ডিজেলে এক্সাইজ ডিউটি কমাচ্ছে কেন্দ্র। পেট্রোলে ৮টাকা, ডিজেলে ৬ টাকা এক্সাইজ ডিউটি কমাচ্ছে কেন্দ্র। এক্সাইজ ডিউটি কমায় লিটারে সাড়ে ৯টাকা দাম কমবে পেট্রোলের। এক্সাইজ ডিউটি কমায় লিটারে ৭টাকা দাম কমবে ডিজেলের।