এক ডজন গল্প: বিধানসভার আগে মার্চের শেষেই হতে পারে কলকাতার পুরভোট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Dec 2020 12:40 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
বিধানসভার আগে মার্চের শেষেই হতে পারে কলকাতার পুরভোট। রাজ্য নির্বাচন কমিশনকে দেওয়ার রাজ্য সরকারের চিঠিতে মিলল ইঙ্গিত। ১৫ জানুয়ারি ভোটার তালিকা প্রকাশ। সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে জানাচ্ছে কমিশন।
যে যেই পদে থাকি না কেন, আগে আমরা ভারতীয়, পরে বাঙালি। নাম না করে বহিরাগত বিতর্কে তৃণমূলকে নিশানা শুভেন্দুর। নন্দীগ্রামের বিধায়কের দলবদল সময়ের অপেক্ষা। দাবি বিজেপির। ফোনে শুভেন্দুকে জন্মদিনের শুভেচ্ছা কৈলাস বিজয়বর্গীয়র। অস্বস্তিতে পড়লেও প্রকাশ্যে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল।
একুশের ভোট-যুদ্ধের আগে চরমে বাগযুদ্ধ। জলপাইগুড়ির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, আঘাত করলে প্রত্যাঘাতের জন্য তৈরি থাকুন। মালদার সভা থেকে দিলীপ ঘোষ পাল্টা দাবি করেছেন, এরাজ্যে পরিবর্তন আনবে বিজেপি-ই।
সল্টলেকের কঙ্কালকাণ্ডে ঘটনার পুনর্নিমাণ করল পুলিশ। পুলিশ সূত্রে দাবি, গত অগাস্টে খুন করা হয় বাড়ির বড় ছেলেকে। তারপর ঘরেই পোড়ানো হয় মৃতদেহ। এরপর পোড়া দেহাংশ নিয়ে গিয়ে রাখা হয় ছাদে। পুনর্নিমাণের সময় মৃতার মা ও ভাই গোটা প্রক্রিয়া দেখিয়েছে বলে পুলিশ সূত্রে দাবি।
যে যেই পদে থাকি না কেন, আগে আমরা ভারতীয়, পরে বাঙালি। নাম না করে বহিরাগত বিতর্কে তৃণমূলকে নিশানা শুভেন্দুর। নন্দীগ্রামের বিধায়কের দলবদল সময়ের অপেক্ষা। দাবি বিজেপির। ফোনে শুভেন্দুকে জন্মদিনের শুভেচ্ছা কৈলাস বিজয়বর্গীয়র। অস্বস্তিতে পড়লেও প্রকাশ্যে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল।
একুশের ভোট-যুদ্ধের আগে চরমে বাগযুদ্ধ। জলপাইগুড়ির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, আঘাত করলে প্রত্যাঘাতের জন্য তৈরি থাকুন। মালদার সভা থেকে দিলীপ ঘোষ পাল্টা দাবি করেছেন, এরাজ্যে পরিবর্তন আনবে বিজেপি-ই।
সল্টলেকের কঙ্কালকাণ্ডে ঘটনার পুনর্নিমাণ করল পুলিশ। পুলিশ সূত্রে দাবি, গত অগাস্টে খুন করা হয় বাড়ির বড় ছেলেকে। তারপর ঘরেই পোড়ানো হয় মৃতদেহ। এরপর পোড়া দেহাংশ নিয়ে গিয়ে রাখা হয় ছাদে। পুনর্নিমাণের সময় মৃতার মা ও ভাই গোটা প্রক্রিয়া দেখিয়েছে বলে পুলিশ সূত্রে দাবি।