Tripura: শরণার্থীদের পুনর্বাসন ঘিরে রণক্ষেত্র ত্রিপুরার ডলুবাড়ি, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ, গাড়ি ভাঙচুর, আগুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Nov 2020 12:04 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
শরণার্থীদের পুনর্বাসন ঘিরে রণক্ষেত্র ত্রিপুরার ডলুবাড়ি। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। বেশ কিছু গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। মিজোরাম থেকে আসা ব্রু শরণার্থীদের উত্তর ত্রিপুরায় পুনবার্সনের প্রতিবাদে স্থানীয়দের বিক্ষোভ।
তিলজলায় এটিএম লুঠের পিছনে থাকতে পারে হরিয়ানা গ্যাং। প্রাথমিক তদন্তের পর এমনটাই সন্দেহ পুলিশের। গত কয়েক দিনে শহর ও আশপাশের এলাকায় একই কায়দায় এটিএম লুঠ বা লুঠের চেষ্টা হয়েছে। তবে এখনও ধরা পড়েনি কেউ।
কোভিড হাসপাতালের নথিতে তিনি মৃত! শ্রাদ্ধের দু’দিন আগে সেই তিনিই কিনা দিব্যি হেঁটে ফিরলেন বিরাটির বাড়িতে! খড়দার এক করোনা আক্রান্ত রোগীর সঙ্গে নথি অদলবদলের জের। অস্বস্তির মুখে ভুল স্বীকার করলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। গাফিলতি কার? জানতে গঠন করা হয়েছে চার সদস্যের তদন্ত কমিটি।
রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও ৫৩ জনের। সংক্রমিত ৩ হাজার ৬৩৯ জন। দৈনিক আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। দৈনিক মৃত্যুর নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা।
সবার মতো শুভেন্দু অধিকারীও তৃণমূলকে একদিন ‘টা টা’ করে দেবেন। পূর্ব মেদিনীপুরের রামনগরের সভায় এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন কৈলাস বিজয়বর্গীয়। গডসের আদর্শে নয়, শুভেন্দু গাঁধীজির আদর্শে অনুপ্রাণিত, বললেন ফিরহাদ হাকিম।
তিলজলায় এটিএম লুঠের পিছনে থাকতে পারে হরিয়ানা গ্যাং। প্রাথমিক তদন্তের পর এমনটাই সন্দেহ পুলিশের। গত কয়েক দিনে শহর ও আশপাশের এলাকায় একই কায়দায় এটিএম লুঠ বা লুঠের চেষ্টা হয়েছে। তবে এখনও ধরা পড়েনি কেউ।
কোভিড হাসপাতালের নথিতে তিনি মৃত! শ্রাদ্ধের দু’দিন আগে সেই তিনিই কিনা দিব্যি হেঁটে ফিরলেন বিরাটির বাড়িতে! খড়দার এক করোনা আক্রান্ত রোগীর সঙ্গে নথি অদলবদলের জের। অস্বস্তির মুখে ভুল স্বীকার করলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। গাফিলতি কার? জানতে গঠন করা হয়েছে চার সদস্যের তদন্ত কমিটি।
রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও ৫৩ জনের। সংক্রমিত ৩ হাজার ৬৩৯ জন। দৈনিক আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। দৈনিক মৃত্যুর নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা।
সবার মতো শুভেন্দু অধিকারীও তৃণমূলকে একদিন ‘টা টা’ করে দেবেন। পূর্ব মেদিনীপুরের রামনগরের সভায় এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন কৈলাস বিজয়বর্গীয়। গডসের আদর্শে নয়, শুভেন্দু গাঁধীজির আদর্শে অনুপ্রাণিত, বললেন ফিরহাদ হাকিম।