‘প্রয়োজনে বুথ জ্যাম করব’, অনুব্রতর সামনেই হুঙ্কার তৃণমূল বুথ সভাপতির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Oct 2020 07:03 PM (IST)
প্রয়োজনে বুথ জ্যাম করে ভোট করব। মুরারইতে অনুব্রত মণ্ডলের সামনেই মন্তব্য তৃণমূলের বুথ সভাপতির। তিনি বলেন, "বিজেপিকে প্রয়োজনে বুথে যেতে দেব না। কেন্দ্রীয় বাহিনী তাঁদের কাজ করবে। তৃণমূল নিজের কাজ করবে।" এই নিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। এভাবে ভোট লুঠ করেই জেতে তৃণমূল, কটাক্ষ বিজেপির। এই নিয়ে শুরু হয়েছে দুই দলের তরজা।