Ekhon Kokata (Seg 2) : বিজেপিতে বহুদিন আছি, মান অভিমানের কোনও কারণ নেই : জিষ্ণু দেব বর্মন ।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকদিন আগেই পদত্যাগ করেছেন বিপ্লবকুমার দেব (Biplab Deb)। রাত পোহাতেই ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হলেন মানিক সাহা (Manik Saha)। রবিবার দুপুরে রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রী শপথ নেন তিনি। তবে তাঁর শপথগ্রহণে অনুপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন (Jishnu Deb Barman)। মানিক শপথ নেওয়ার পর যদিও সৌজন্য দেখাতে রাজভবনে যান তিনি। তবে মুখ্যমন্ত্রীর শপথগ্রহণে তাঁর ডেপুটির গরহাজিরা ঘিরে বিতর্ক শুরু হয়েছে। বিজেপি (BJP) সূত্রে খবর, মানিককে মুখ্যমন্ত্রী করায় দলের অন্দরে ক্ষোভ রয়েছে। তারই ফলশ্রুতি ঘটেছে।
এই প্রসঙ্গে ত্রিপুরার উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন বলেন, বিজেপিতে আমি প্রায় ৩৫-৩৬ বছর রয়েছি, আমাদের মান অভিমানের কোনও ব্যাপার নেই। অনুষ্ঠান শেষের দিকে আসা প্রসঙ্গে প্রশ্ন করতে তিনি বলেন, আমার অন্য কাজ থাকায় আসতে দেরি হয়েছে।