Ekhon Kolkata : নামে-বেনামে কত সম্পত্তি অনুব্রতর ? বোলপুরের রেজিস্ট্রি অফিসে সন্ধানে সিবিআই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Aug 2022 07:46 PM (IST)
নামে-বেনামে অনুব্রত মণ্ডলের কত সম্পত্তি ? কার নামে কোথায় কোন জমির রেজিস্ট্রি ? হদিশ পেতে বোলপুরের রেজিস্ট্রি অফিসে সিবিআই। অনুব্রতর স্ত্রী, কন্যা, আত্মীয় ও ঘনিষ্ঠদের নামে বিপুল সম্পত্তি, দাবি সিবিআইয়ের। উদ্ধার হওয়া একাধিক দলিল নিয়ে সম্পত্তির মালিকানা যাচাই সিবিআইয়ের। লিজে নেওয়া সম্পত্তি সংক্রান্ত নথিও খতিয়ে দেখেন তদন্তকরারীরা, সিবিআই সূত্রে খবর । বোলপুরের রেজিস্ট্রি অফিস থেকে বেরিয়ে ফের অ্যাক্সিস ব্যাঙ্কে সিবিআই।