Bangladesh News: বাংলাদেশের ঘটনার প্রেক্ষিতে রানী রাসমণি রোডে প্রতিবাদ সভায় অনুমতি হাইকোর্টের
ABP Ananda Live: বাংলাদেশের ঘটনার প্রেক্ষিতে রানী রাসমণি রোডে প্রতিবাদ সভায় অনুমতি হাইকোর্টের। আগামী ৫ ডিসেম্বর প্রতিবাদ সভায় অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। 'শান্তিপূর্ণভাবে সভা করতে হবে, কোনও সরকারি সম্পত্তি ভাঙচুর করা যাবে না'। সরকারি কর্মীদের মারধর করা যাবে না, নির্দেশ আদালতের। বিজেপি নেতা স্বপন দাশগুপ্তের নেতৃত্বাধীন একটি সংগঠনকে অনুমতি আদালতের।
আরও খবর, চারমাসের মধ্যে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে প্রত্যাবর্তন চিকিৎসক অভীক দে-র। প্রতিবাদে সল্টলেকে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সামনে রাতভর অবস্থান জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের। ত্রিপল টাঙানো নিয়ে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডা হয় বিক্ষোভকারী চিকিৎসকদের। পুলিশ ত্রিপল খুলে নিতে বলায় আপত্তি জানান চিকিৎসকরা। ধর্না-অবস্থানে যোগ দেন চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়, তমোনাশ চৌধুরী, দেবাশিস হালদাররা।
ওপারে হিন্দুদের ওপর লাগাতার হামলা, প্রতিবাদে বাংলাদেশি পর্যটকদের বয়কটের সিদ্ধান্ত নিল ত্রিপুরা। ত্রিপুরার হোটেলে এবার ‘নো-বাংলাদেশি’। বাংলাদেশের নাগরিকদের জন্য আপাতত কোনও পরিষেবা নয়, সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরার হোটেল ও রেস্তোরাঁ মালিকদের সংগঠন।