Ekhon Kolkata : টেটের আগের দিন বিস্ফোরক অভিযোগ পর্ষদ সভাপতির
ABP Ananda | 10 Dec 2022 08:21 PM (IST)
৫ বছর পর কাল প্রাইমারি টেট। টেটের আগের দিন বিস্ফোরক অভিযোগ পর্ষদ সভাপতির। ‘পরীক্ষায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করছেন কেউ কেউ’। ‘প্রশ্নপত্র ফাঁস থেকে বিভিন্ন ভাবে বিঘ্ন ঘটানোর চেষ্টা চলছে’। পর্ষদের সভাপতির কাছে এসেছে একাধিক এসএমএস: সূত্র। কাল টেটে অংশ নিচ্ছেন ৬ লক্ষ ৯০ হাজারের বেশি পরীক্ষার্থী।