এখন কলকাতা: পুরভোটে বিজেপির প্রার্থীতালিকা নিয়ে জেলায় জেলায় বিক্ষোভের আঁচ, খড়গপুরে নেতার বাড়িতে হামলা! | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিজেপি (BJP) প্রার্থীকে ভোট দিতে বারণ খোদ বিজেপি নেত্রীর! খড়গপুর পুরসভার (Kharagpur Municipality) ১০ নম্বর ওয়ার্ডের ঘটনা। ‘বিজেপিকে ভোট দিলে ফল ভাল হবে না। বিজেপি প্রার্থীকে ভোট দিলে ঘরে ঢুকে মারব’, হুঁশিয়ারি বিজেপি নেত্রী বেবি কোলের। দলের পতাকা-ফ্লেক্স ছিড়ে ফেলে দিলেন বিজেপি নেত্রী।
জেলায় জেলায় পুরভোটের (Municipal Election) প্রার্থী তালিকা পাঠানোর পরই এবার বিজেপির (BJP) অন্দরেও শুরু হয়েছে বিক্ষোভ। টিকিট না পেয়ে খড়গপুর পুরভোটে বিজেপির আহ্বায়ক তুষার মুখোপাধ্যায়ের (Tushar Mukherjee) বাড়িতে বিজেপির বিক্ষুব্ধ একদল কর্মী সমর্থক হামলা চালায় বলে অভিযোগ। ভেঙে দেওয়া হয় বাড়ির সামনে থাকা গাড়ির কাচ। জানলার কাচও ভাঙা হয়। খবর পেয়ে গতকাল রাতেই পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তুষার মুখোপাধ্যায়ের দাবি, ঘটনার কথা দিলীপ ঘোষকে (Dilip Ghosh) জানানো হয়েছে। হামলার ঘটনা বরদাস্ত করা হবে না।
বিজেপির প্রার্থী তালিকায় খড়গপুর সদরের দলীয় বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) অনুগামীদের নাম না থাকায় বিক্ষোভ। টায়ার জ্বালিয়ে গোলবাজারে বিক্ষোভ দেখান বিজেপি (BJP) কর্মী সমর্থকরা। প্রার্থী নিয়ে বিক্ষোভের জেরে খড়গপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে বিজেপির পার্টি অফিসে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। বিক্ষুব্ধ কর্মী সমর্থকদের অভিযোগ, অন্য ওয়ার্ড থেকে বিজেপির এক নেতাকে এনে ১৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে।
রাজ্যপালের (Jagdeep Dhankhar) বিরুদ্ধে হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা। অবিলম্বে রাজ্যপাল জগদীপ ধনকড়কে সরানোর দাবিতে মামলা। সংবিধান বিরোধী কাজের অভিযোগে হাইকোর্টে জনস্বার্থ মামলা। মামলা দায়ের করলেন কলকাতা হাইকোর্টের এক আইনজীবী। মামলায় পার্টি করা হল রাষ্ট্রপতি এবং স্বরাষ্ট্র মন্ত্রককে। "যিনি এই মামলা করেছেন, ঠিকই করেছেন", এই ঘটনায় প্রতিক্রিয়া চন্দ্রিমা ভট্টাচার্যের।