এখন কলকাতা (Seg 1): উদ্বেগ বাড়িয়ে করোনার পজিটিভিটি রেটে দেশের মধ্যে শীর্ষে বাংলা | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকরোনার পজিটিভিটি রেটে দেশের মধ্যে শীর্ষে বাংলা। করোনা পরিস্থিতি নিয়ে কাল বিকেল সাড়ে ৪টেয় প্রধানমন্ত্রীর বৈঠক। মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। প্রসঙ্গত, বাংলার করোনা (Corona) পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। 'পজিটিভিটি রেটে দেশের মধ্যে শীর্ষে বাংলা। ৩২ শতাংশ পজিটিভিটি রেট নিয়ে দেশে শীর্ষে বাংলা। অ্যাক্টিভ কেসে দেশে দ্বিতীয় স্থানে বাংলা। জেলাভিত্তিক পজিটিভিটি রেটে ২ নম্বরে কলকাতা (Kolkata)। কলকাতায় সপ্তাহে ৬০ শতাংশের বেশি পজিটিভিটি। কলকাতায় এক সপ্তাহেই ৬৩ হাজারের বেশি করোনা আক্রান্ত।
এদিকে, করোনা আক্রান্ত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। সোশাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেতা। হোম আইসোলেশনে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
পাশাপাশি, ভ্যাকসিনের ২টি ডোজ না নেওয়া থাকলে গঙ্গাসাগরগামী পুণ্যার্থীদের বাসে উঠতে দেওয়া হবে না। আজ সকাল থেকেই বাবুঘাটে (Babughat) এ নিয়ে প্রচার চালায় পুলিশ। যে সব কাউন্টার থেকে বাসের টিকিট বিক্রি করা হচ্ছে, সেখানে গিয়ে সতর্ক করে দেন পুলিশকর্মীরা। গোটা ব্যবস্থা তদারকি করার জন্য আজ বাবুঘাটে হাজির ছিলেন কলকাতা পুলিশের (Kolkata Police) উচ্চপদস্থ আধিকারিকরা। পুলিশের তরফে জানানো হয়, যাঁদের ভ্যাকসিনের একটি ডোজ নেওয়া আছে, তাঁদের বাবুঘাটেই দ্বিতীয় ডোজ দেওয়ার ব্যবস্থা হয়েছে। তবে আজ সকালে বাবুঘাটে দেখা যায় থিকথিকে ভিড়। অনেকের মুখেই মাস্ক নেই। মাস্ক না পরার কারণ হিসেবে শোনা যাচ্ছে বিচিত্র সব অজুহাত।
গড়িয়ায় (Garia) অটো ইউনিয়নের সঙ্গে হকার ইউনিয়নের সংঘর্ষ। একাধিক দোকান, অটো ভাঙচুর। ঘটনাস্থলে বিরাট পুলিশবাহিনী।