এখন কলকাতা (Seg 1): জিজ্ঞাসাবাদ করলেও আপাতত হেফাজতে নিতে পারবে না সিবিআই, রায় ডিভিশন বেঞ্চের ।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজই হাজিরা দিলেন শান্তিপ্রসাদ সিনহা, অলক সরকার। জিজ্ঞাসাবাদ করলেও আপাতত হেফাজতে নিতে পারবে না সিবিআই। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ আপাতত স্থগিত রাখল আদালত। ‘তদন্তে সহযোগিতা করতে হবে শান্তিপ্রসাদ সিনহা, অলক সরকারকে’। এসএসসির গ্রুপ-ডি নিয়োগ মামলায় নির্দেশ ডিভিশন বেঞ্চের।
নিজাম প্যালেসে হাজিরা দিলেন শান্তিপ্রসাদ সিন্হা। জিজ্ঞাসাবাদ করলেও আপাতত হেফাজতে নিতে পারবে না সিবিআই। হাজিরা দিতে হবে অলক সরকারকেও। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ আপাতত স্থগিত রাখল আদালত। ‘তদন্তে সহযোগিতা করতে হবে শান্তিপ্রসাদ সিন্হা, অলক সরকারকে’, এসএসসির গ্রুপ-ডি নিয়োগ মামলায় নির্দেশ ডিভিশন বেঞ্চের।
এসএসসি (SSC) মামলা থেকে চারটি ডিভিশন বেঞ্চ সরে দাঁড়িয়েছে। বিচারপতি সুব্রত তালুকদারের বেঞ্চ গ্রহণ করেছে এই মামলা।