Ekhon Kolkata (Seg-1): নিয়োগের দাবিতে নার্সিং চাকরিপ্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাছাই প্রার্থীদের শূন্যপদে নিয়োগের দাবিতে নার্সিং চাকরিপ্রার্থীদের দ্বিতীয় দিনের বিক্ষোভ ঘিরে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ব্যারিকেড ভাঙার চেষ্টা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারী নার্সদের। বৃষ্টির মধ্যেই স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় বসে পড়েন তাঁরা। ধস্তাধস্তিতে অসুস্থও হয়ে পড়েন এক বিক্ষোভকারী। বিক্ষোভকারী নার্সিং চাকরিপ্রার্থীদের দাবি, তাঁদের সঙ্গে কথা বলতে হবে রিক্রুটমেন্ট বোর্ডের কোনও প্রতিনিধিকে। সতর্ক করে বলপূর্বক বিক্ষোভকারী নার্সিং চাকরিপ্রার্থীদের সরিয়ে দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে।
বাছাই প্রার্থীদের শূন্যপদে নিয়োগের দাবিতে নার্সিং চাকরিপ্রার্থীদের দ্বিতীয় দিনের বিক্ষোভ ঘিরে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে ধুন্ধুমার। এই প্রসঙ্গে সুভাষ সরকার বলেন, ‘শিক্ষক নিয়োগে যেমন দুর্নীতি নার্স নিয়োগেও দুর্নীতি। সর্ব ক্ষেত্রে এই সরকারটা দুর্নীতিতে ভরে গেছে। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে এই কারণেই।‘
বাছাই প্রার্থীদের শূন্যপদে নিয়োগের দাবিতে নার্সিং চাকরিপ্রার্থীদের দ্বিতীয় দিনের বিক্ষোভ ঘিরে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে ধুন্ধুমার। এই প্রসঙ্গে অধীর চৌধুরীবলেন, ‘পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী তাকেই খাতির করে যাদের ভোটে এমএলএ এমপি হওয়া বা না হওয়া প্রভাবিত হয়। এই যে নার্স, শিক্ষক শিক্ষিকারা দিনের পর দিন আন্দোলন করছে, আমি নিজে তাদের দুরাবস্থা দেখেছি। তাদের জন্য সরকাররের কোন মাথা ব্যাথা নেই। কারণ একটাই তাঁরা ভোটের বাক্স প্রভাবিত করতে পারে না।‘ মন্তব্য অধীর চৌধুরীর।