এখন কলকাতা (Seg 1): আগামীকাল মাত্র দুটি বুথে পুনর্নিবাচন, শুরু বিরোধীদের তরজা | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১০ হাজার বেশি বুথে ভোট, পুনর্নির্বাচন মাত্র ২টি বুথে। শ্রীরামপুরের ২৫ নম্বর ওয়ার্ড, দক্ষিণ দমদমের ৩৩ নম্বর ওয়ার্ড। শ্রীরামপুর ও দক্ষিণ দমদমের ২টি ওয়ার্ডের মাত্র ২টি বুথে ফের ভোট। কাল মাত্র ২টি বুথে কাল পুনর্নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের (West Bengal State Election Commission)। রাজ্যপালের (Jagdeep Dhankhar) সঙ্গে বৈঠকের পরেই সিদ্ধান্ত কমিশনের, এমনটাই খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত।
এপ্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "মুখ্যমন্ত্রী হয়তো দুটি বুথেই করার কথা লিখে দিয়েছিলেন, তাই কমিশন বলেছে। নির্বাচন কমিশনের তথ্য সংগ্রহ করার মতোও ক্ষমতা নেই দেখতে পাচ্ছি।"
একই সুর সিপিএম নেতা সুজন চক্রবর্তীর গলাতেও। তিনি বলেন, "খুব শান্ত নির্বাচন হয়েছে তো, ফলে পুনর্নিবাচনের কী দরকার! নির্লজ্জ! চূড়ান্ত হাস্যকর। সরকার তৃণমূলের, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে কাল যা হয়েছে, সব ঠিক আছে।"
এদিকে, বিজেপির ডাকা ১২ ঘণ্টার বনধে কলকাতায় তেমন কোনও প্রভাব পড়ল না। যান চলাচল রইল স্বাভাবিক। তবে দুই এক জায়গায় বিক্ষিপ্ত গণ্ডগোল হয়েছে। কিছু ক্ষেত্রে লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছে পুলিশ। টবিন রোডের গণ্ডগোলে কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে দাবি।