Bangladesh News: একমাসেরও বেশি দিন ধরে জেলবন্দি সন্ন্যাসী, কাল মিলবে জামিন? | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: কাল বাংলাদেশে চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদনের শুনানি । একমাসেরও বেশি দিন ধরে জেলবন্দি সন্ন্যাসী, কাল মিলবে জামিন? কট্টরপন্থীদের হামলা, জামিনের শুনানিতে থাকতে পারবেন আইনজীবী?সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের শুনানির আগে উদ্বিগ্ন কলকাতা ইসকন । জামিনের শুনানিতেও বাধা, সন্ন্যাসীর আইনজীবীদের ওপর হামলা । সন্ন্যাসীর হয়ে মামলা লড়া যাবে না বলে ফতোয়াও জারি হয় 
'আশা করি বাংলাদেশ সরকার পদক্ষেপ করবে' । 'সন্ন্যাসীর আইনজীবীদের যেন মামলা লড়তে দেওয়া হয়' । মন্তব্য ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাসের

আরও খবর...

পড়াশোনা করানোর নামে অনুমোদনহীন মাদ্রাসায় জঙ্গিদের বৈঠক? মুর্শিদাবাদ থেকে ধৃত জঙ্গির সঙ্গে, অনুমোদনহীন মাদ্রাসার যোগ উঠে আসার পর, এই প্রশ্ন মাথাচাড়া দিতে শুরু করেছে গোয়েন্দাদের মনে। সূত্রের দাবি, মুর্শিদাবাদ থেকে ধৃত জঙ্গি আব্বাসের মাদ্রাসায় নিজের ছেলেকে ভর্তি করেছিল মিনারুল। নিয়মিত সেখানে যাতায়াত ছিল তার। 

 তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে রণক্ষেত্র ভাঙড়। আরাবুল ইসলামের পতাকা তোলাকে কেন্দ্র করে রণক্ষেত্র এলাকা। ফেরার পথে হামলার অভিযোগ। আরাবুল সঙ্গীর গাড়িতে ছোড়া হল কংক্রিটের চাঁই।

তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে কম্বল বিলি ঘিরে মালদায় চূড়ান্ত বিশৃঙ্খলা । কম্বল বিলি আর খিচুড়ি খাওয়া নিয়ে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি । হুড়োহুড়িতে ভেঙে পড়ল ইটের দেওয়াল, ৭জন আহত । হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটায় দেড় হাজার কম্বল বিলির আয়োজন তৃণমূলের । কম্বল বিলির সময় চূড়ান্ত বিশৃঙ্খলা, হুড়োহুড়িতে ৫ মহিলা-সহ আহত ৭ । ভিড় মোকাবিলায় অব্যবস্থার অভিযোগ, এখনও প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram