এখন কলকাতা (Seg 1): ১৪ ফেব্রুয়ারি ৪ পুরসভার ভোটগণনা, বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কমিশন | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅবৈধভাবে কয়লা মজুত ঠেকাতে পুলিশের অভিযান। গ্রামবাসীরা বাধা দিলে খণ্ডযুদ্ধ। দুই কয়লাপাচারকারী গুলিবিদ্ধ হয়েছেন। বীরভূমের (Birbhum) লোকপুরে তীব্র উত্তেজনা। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। যদিও, পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তবে এখনও পরিবেশ থমথমে। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে।
এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলেন, "বীরভূম মানে কয়লাখনি। সেখানে বেআইনি কয়লা মজুত। পুলিশের উচিত ছিল অনুব্রত মণ্ডলের কাছে গিয়ে স্যালুট ঠোকা। অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) জিজ্ঞেস না করে গেলে যা হওয়ায় তাই হয়েছে।" 'লোকপুরে কয়লা চুরি করে জড়ো করছিল। পুলিশ যথাযথ ব্যবস্থা নিয়েছে। ঝাড়খণ্ড থেকে বিজেপির লোক এসে করেছে', অভিযোগ অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)।
ভবানী ভবনের (Bhabani Bhawan) পিছনে সরকারি অফিসে দেহ উদ্ধারে চাঞ্চল্য! অফিসের শৌচালয় লাগোয়া বারান্দায় উদ্ধার প্রৌঢ়ের দেহ। মৃতের নাম সন্দীপ বসু, তিনি কুঁদঘাটের বাসিন্দা। ২৬ জানুয়ারি সকালে বাজার করতে বেরিয়ে নিখোঁজ হন তিনি। আজ বেলা ১২ টা নাগাদ ওই প্রৌঢ়ের দেহ উদ্ধার হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। বাড়ি থেকে এত দূরে কীভাবে এলেন, কীভাবেই বা মৃত্যু, তদন্তে পুলিশ।
৪টি পুরসভার ভোটগণনা ১৪ ফেব্রুয়ারি। বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য নির্বাচন কমিশন (West Bengal State Election Commission)। ১২ ফেব্রুয়ারি ৪ পুরসভার ভোটগ্রহণ হবে। বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়িতে ভোট।