Ekhon Kolkata (Seg-1): দিল্লি হিংসার মাস্টারমাইন্ডের সঙ্গে তৃণমূল কাউন্সিলরের ছবি ভাইরাল।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতৃণমূল কাউন্সিলরের সঙ্গে দিল্লি হিংসার মাস্টারমাইন্ড মহম্মদ আনসার! হলদিয়া পুরসভার তৃণমূল কাউন্সিলর আজিজুল রহমানের সঙ্গে আনসার! তৃণমূল কাউন্সিলরের কাঁধে হাত দিয়ে দিল্লিকাণ্ডের মাস্টারমাইন্ডের ছবি ভাইরাল। দিল্লি হিংসার মূল চক্রী আনসারকে চেনার কথা স্বীকার তৃণমূল কাউন্সিলরের
তৃণমূল কাউন্সিলরের সঙ্গে দিল্লি হিংসার মাস্টারমাইন্ড মহম্মদ আনসারের ভাইরাল হওয়া ছবি প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন,“দিল্লিকাণ্ডের মূল চক্রী কোন ব্যক্তি না মূল চক্রী বিজেপি প্রশাসন। মূল চক্রী তো তারা যারা ভাঙছে, বছরের পর বছর ওখানে মানুষ আছে। হঠাৎ করে রামনবমীকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হল কেন? আমি জানি না কে কাকে ঢিল মেরেছেন কে কার কাঁধে হাত রেখেছেন, আমার জানার কারণও নয়। বিজেপি আইটি সেল সবই করতে পারে, তারা কি যুক্ত আমার জানা নেই?”
ঝালদাকাণ্ডে অবশেষে হদিশ মিলল নিরঞ্জন বৈষ্ণবের মোবাইল ফোনের। কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে প্রত্যক্ষদর্শী ছিলেন এই নিরঞ্জন বৈষ্ণব। বাড়ি থেকেই ফোনের হদিশ পেল সিবিআই। ঝুলন্ত দেহ উদ্ধারের পর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না ফোনের। সুইসাইড নোটের সঙ্গে থাকা পেনও উদ্ধার করল সিবিআই: সূত্র।