এখন কলকাতা (Seg 2): ঝালদায় দলের নিহত কাউন্সিলরের বাড়িতে গেলেন কংগ্রেসের চার সদস্যের প্রতিনিধি দল | Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Mar 2022 09:07 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপুরুলিয়ার ঝালদা (Jhalda) পুরসভার কংগ্রেস কাউন্সিলর খুনের প্রতিবাদে মোমবাতি মিছিল কংগ্রেসের। রয়েছেন কংগ্রেস নেতা নেপাল মাহাতো। ২ দিন পর এখনও অধরা ঝালদাকাণ্ডের আততায়ীরা।
এদিকে, আজ ঝালদায় নিহত কংগ্রেস কাউন্সিলরের বাড়িতে যান কংগ্রেসের চার সদস্যের প্রতিনিধি দল। পরিবারের সঙ্গে কথা বলেন তাঁরা। ছিলেন আব্দুল মান্নান (Abdul Mannan)।
পানিহাটিতে (Panihati) তৃণমূল কাউন্সিলর খুন। আগরপাড়ায় মোমবাতি মিছিল। মোমবাতি মিছিলে অংশ নিয়েছেন নিহত কাউন্সিলরের স্ত্রী। দোষীদের শাস্তির দাবিতে মিছিলে পা মিলিয়েছেন নিহত কাউন্সিলরের পাড়ার লোক, অনুগামীরা।