Ekhon Kolkata(Seg-2): প্রেমে প্রত্যাখ্যান! ইনদৌরে প্রেমিকার আবাসনে আগুন প্রেমিকের, পুড়ে মৃত ৭
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রেমিকা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় আবাসনে আগুন প্রেমিকের! মধ্যপ্রদেশের ইনদৌরে আবাসনে পুড়ে মৃত্যু ৭ জনের, জখম ৯ জন। আবাসনে লিভ-ইন-পার্টনারের স্কুটারে আগুন যুবকের, পুলিশ সূত্রে খবর। স্কুটার থেকে আগুন ছড়িয়ে পড়ে গোটা আবাসনে, জানিয়েছে পুলিশ। অভিযুক্তকে ধাওয়া করে গ্রেফতার করল পুলিশ। পালাতে গিয়ে পড়ে জখম অভিযুক্ত যুবক, দাবি পুলিশের। আদালতে তোলার আগে ধৃতকে চড় এক মহিলার।
'আজকে ইন্দোরে যে পৈশাচিক ঘটনা ঘটেছে তাতে সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষেরই নিন্দা করা উচিত। এখানে পুলিশ সম্পূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। এই কারণে পুলিশ এবং প্রশাসনের যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। হাইকোর্টের নির্দেশে ওখানে তদন্ত কমিশন বসানো উচিত। না হলে দোষীরা পার পেয়ে যাবে।', ইন্দোরের ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের।
অমিত শাহ দিল্লি ফিরতেই বেসুরো বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। ‘বাংলা জিততে চান? আগে বাংলার মানুষের মন জিততে হবে’। ট্যুইট বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির। এই প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, এটায় বিতর্কের কিছু নেই, বাংলা জিততে হলে বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষের মন জয় করতে হবে এটাই বলেছি। বাংলার মানুষের মন জয় করতে পারি নি তাই আমরা হেরেছি। মানুষ কী চাইছে, মানুষ আমাদের কাছ থেকে কি প্রতাশ্যা করছেন সেটা জানতে হবে।'