Ekhon Kolkata (Seg-2): মমতার সঙ্গে কথায় ভেঙেছে অভিমানের প্রাচীর, জানালেন শোভন
abp ananda | 22 Jun 2022 09:12 PM (IST)
নবান্নের ১৪ তলায় প্রায় ১ ঘণ্টার কথা। তাতেই ভাঙল অভিমানের প্রাচীর। শোভন চট্টোপাধ্যায় বলেন, "যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছিল এমনটা নয়...বিভিন্ন প্রেক্ষাপটে কথা হয়েছে। আজকে নবান্নে গেছিলাম, একটা নস্টালজিক জায়গা নিশ্চই। তৃণমূলের সঙ্গে মমতার সঙ্গে আমার ঘাম-রক্ত জড়িয়ে আছে।"