করোনায় কর্মহারা! লকডাউনে সব্জি বিক্রি করছেন বলিউড অভিনেতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Jun 2020 04:13 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
করোনার সঙ্কটের আবহে কাজ নেই। রাস্তায় সবজি বিক্রি করছেন আমির খানের ‘গুলাম’-খ্যাত অভিনেতা জাভেদ হায়দার। বলিউডের অনেক ছবিতেই ছোট চরিত্রে অভিনয় করেছেন জাভেদ। অভিনয় করেছেন জিনি অউর জুজু- ধারাবাহিকে। জাভেদের ভিডিও ট্যুইট করে তাঁর কাহিনি জানিয়েছেন ডলি বিন্দ্রা।