ড্রাগ-চ্যাট ও হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন হওয়ার কথা স্বীকার, মাদক সেবনের কথা অস্বীকার দীপিকার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Sep 2020 03:45 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ড্রাগ-তদন্তে এনসিবি-র দফতরে দীপিকা ও তাঁর ম্যানেজার করিশ্মাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ। এনসিবি সূত্রে দাবি, ড্রাগ-চ্যাট ও হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন হওয়ার কথা স্বীকার করলেও মাদক সেবনের কথা অস্বীকার করেছেন দীপিকা। ছিছোড়ের জন্য সুশান্তের পার্টিতে ড্রাগ নেওয়া হলেও, তিনি মাদক সেবন করেননি। জানালেন শ্রদ্ধা।
এদিন সকাল ১০টার আগেই দীপিকা পৌঁছে যান এনসিবি-র গেস্ট হাউসে। এনসিবি সূত্রে খবর, প্রথমে দীপিকাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বেলা ১২টার পর মুখোমুখি বসানো হয় তাঁর ম্যানেজার করিশ্মা প্রকাশকে।
এনসিবি সূত্রে খবর, এর আগে করিশ্মাকে যখন ডাকা হয়, তখন তিনি অসুস্থতার কথা বলে চার-পাঁচদিন সময় নেন। পরে জানা যায়, করিশ্মা সেইসময় গোয়ায় ধর্মা প্রোডাকশনের একটি ছবির শ্যুটিংয়ে ছিলেন, সেখানে ছিলেন দীপিকাও। সূত্রের খবর, সেখানেই দু’জনে আলোচনা সেরে নেন বলে মনে করা হচ্ছে। এনসিবি সূত্রে খবর, এক মহিলা অফিসার সহ পাঁচজন আজ দীপিকাকে জিজ্ঞাসাবাদ করেন। দীপিকার মোবাইল ফোন হেফাজতে নিয়েছেন এনসিবি-র তদন্তকারীরা।
এদিকে, দীপিকার বাড়ির সামনে কড়া নিরাপত্তা। সকালে এনসিবি অফিসে আসেন সারা আলি খানের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা। দফতরের নিরাপত্তা খতিয়ে দেখেন তাঁরা।
এদিন সকাল ১০টার আগেই দীপিকা পৌঁছে যান এনসিবি-র গেস্ট হাউসে। এনসিবি সূত্রে খবর, প্রথমে দীপিকাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বেলা ১২টার পর মুখোমুখি বসানো হয় তাঁর ম্যানেজার করিশ্মা প্রকাশকে।
এনসিবি সূত্রে খবর, এর আগে করিশ্মাকে যখন ডাকা হয়, তখন তিনি অসুস্থতার কথা বলে চার-পাঁচদিন সময় নেন। পরে জানা যায়, করিশ্মা সেইসময় গোয়ায় ধর্মা প্রোডাকশনের একটি ছবির শ্যুটিংয়ে ছিলেন, সেখানে ছিলেন দীপিকাও। সূত্রের খবর, সেখানেই দু’জনে আলোচনা সেরে নেন বলে মনে করা হচ্ছে। এনসিবি সূত্রে খবর, এক মহিলা অফিসার সহ পাঁচজন আজ দীপিকাকে জিজ্ঞাসাবাদ করেন। দীপিকার মোবাইল ফোন হেফাজতে নিয়েছেন এনসিবি-র তদন্তকারীরা।
এদিকে, দীপিকার বাড়ির সামনে কড়া নিরাপত্তা। সকালে এনসিবি অফিসে আসেন সারা আলি খানের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা। দফতরের নিরাপত্তা খতিয়ে দেখেন তাঁরা।