Film Star: রাফা নিয়ে সরব হলেও, বাংলাদেশে হিন্দুদের ওপর হামলায় কেন তাঁরা নীরব? সেলিব্রিটিরা এই জ্বলন্ত ইস্যু নিয়ে 'স্পিকটি নট' কেন?
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda LIVE: রাফা নিয়ে তাঁরা ছিলেন সরব। কিন্তু বাংলাদেশে হিন্দুদের ওপর হামলায় কেন তাঁরা নীরব? সেলিব্রিটিরা এই জ্বলন্ত ইস্যু নিয়ে 'স্পিকটি নট' কেন? পুষ্পা টু রিলিজের আগেই কোন ঘটনায় আল্লুর বিরুদ্ধের দায়ের হল অভিযোগ? এদিকে ইডি দফতরে আজ ফের রাজ কুন্দ্রাকে তলব।
আরও খবর...
হিন্দু নির্যাতনকে 'গল্প-উপন্যাস' আখ্যা দিয়ে সর্বদল বৈঠকে ইউনূস সরকার! হিন্দু-সুরক্ষার কথা না বলেই অত্যাচারকে 'গল্প-উপন্যাস' বলে দাবি ইউনূস সরকারের। আগরতলায় বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনে বিক্ষোভ নিয়ে সর্বদল বৈঠকে আলোচনা। হামলা রুখতে নয়, প্রতিবাদের বিরোধিতায় সক্রিয় বাংলাদেশ সরকার। আওয়ামি লিগ ছাড়া ইউনূসের ডাকা সর্বদল বৈঠকে হাজির বাংলাদেশের সব রাজনৈতিক দল।
বাংলাদেশ হিন্দুদের উপর হামলা (Bangladesh Violence), ডেপুটি হাই কমিশনে সনাতনী সমাজ। বাংলাদেশের আক্রান্ত হিন্দুরা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন কার্তিক মহারাজ (Kartik Maharaj )।
বাংলাদেশে হিন্দুদের ওপর দিন দিন অত্যাচার বাড়ছে। শান্তি ফেরার নামই নেই।কার্তিক মহারাজ বলেছেন,'বাংলাদেশে রোজ হিন্দুদের ওপর হামলা, একের পর এক মন্দির ভাঙচুর। হিন্দুদের ওপর অত্যাচার বন্ধে ইউনূস সরকারকে (Muhammad Yunus Government ) সতর্ক করুন নরেন্দ্র মোদি PM Modi)', বাংলাদেশে আক্রান্ত হিন্দুদের ভারতে আশ্রয় দেওয়া হোক, দাবি কার্তিক মহারাজের।